চন্দনাইশ থানার সম্মুখে শহীদ মুরিদুল আলম সড়কে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। সম্প্রতি চন্দনাইশ সদর হাজির পাড়ার প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান নির্মাণ করায় স্থানীয় জনমনে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে জমির মালিক হাজির পাড়ার জনৈক ফজল হক তার পুরাতন দোকানের সামনে সড়ক ও জনপথ বিভাগের খালি জায়গা দখল করে চার ফুটের অধিক বাড়তি দোকান নির্মাণ করেছেন।
ফলে দোকানটি সড়কের পিছে এসে টেকিয়েছে। তার পাশর্^বর্তী দোকানগুলো অনেক পিছনে পড়ে গেছে। তাছাড়া অপর এক জায়গার মালিক আবু সৈয়দের জায়গার সামনের অংশ দখল করে দোকান নির্মাণ করায় আবু সৈয়দ তার জায়গায় যাওয়া বন্ধ হয়ে পড়েছে। এ ব্যাপারে ফজল হক বলেছেন, তিনি সড়ক বিভাগের জায়গার বাহিরে তার নিজের জায়গায় বাড়তি দোকানের ঘর নির্মাণ করেছেন। তাছাড়া আবু সৈয়দের জায়গার পিছনে রেখে তার ক্রয়কৃত অংশে দোকান নির্মাণ করেছেন। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেছেন, তিনি বিষয়টি যেহেতু শুনেছেন, তার নিজস্ব লোক পাঠিয়ে সরেজমিনে তদন্ত শেষে প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট