চট্টগ্রামের চন্দনাইশে লাইসেন্স ছাড়া মাছের খাবার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে চন্দনাইশ উপজেলা প্রশাসন, মৎস্য অধিদফতর ও পুলিশ প্রশাসনের যৌথ সহযোগিতায় উপজেলার বৈলতলী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম।
এ ব্যাপারে ইউএনও সাদিয়া ইসলাম দৈনিক অধিকারকে বলেন, উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেটে অভিযানের সময় মৎস্য অধিদফতরের লাইসেন্স ছাড়া মাছের খাবার বিক্রির অভিযোগে মৎস্য ও পশুখাদ্য ২০১০ আইনে মেসার্স নিউ মদিনা পোল্ট্রি ও ফিস ফিড এন্ড চিকস সেন্টারের মো. জাহাঙ্গীর আলমকে সাত হাজার টাকা ও আল মদিনা পোল্ট্রি ও ফিস ফিডের মো. আবদুল হান্নানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক পরিধান না করায় দু’জন পথচারীকে ৭শ টাকা জরিমানা করা হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট