চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতি রাতে চুরি হচ্ছে গরু। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় ২০ গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে চোরের দল পৌরসভার যতরকূল এলাকার সোলাইমান হাজীর বাড়ি থেকে চারটি গরু চুরি নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, বুধবার রাত তিনটার দিকে চোরের দল বাড়িতে হানা দিয়ে তাহেরের দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু ও রিদুয়ানের ১ লাখ ৩০ হাজার টাকার দুটি গোয়ালঘরের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মো. রিদোয়ানুল হক বলেন, বাড়িতে গরুগুলো আমরা লালন পালন করছিলাম। বৃহস্পতিবার ভোরে উঠে দেখি গরু নেই, গোয়ালের তালা ভাঙা। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এরআগে ২৪ নভেম্বর বুধবার রাতে একই ওয়ার্ডের দক্ষিণ হারলা আনোয়ার মাস্টার বাড়িতে চোরের দল হানা দিয়ে আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা মূল্যের চারটি গরু নিয়ে যায়। বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। যার মধ্যে দুটি গরু মোজাফ্ফর মিয়া ও আবদুল ছত্তারের। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মোজাফ্ফর মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি চন্দনাইশ থানার এসআই আবদুল মালেক তদন্ত করছেন।
এক সপ্তাহের ব্যবধানে ফের চুরির ঘটনা ঘটলেও জানা নেই পুলিশের। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চন্দনাইশ থানায় কর্তব্যরত ডিউটি অফিসারকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট