চট্টগ্রামের চন্দনাইশে আবুল কাশেম ফকির নামে ৬৩ বছর বয়সী এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার গাছবাড়িয়া খাঁনহাট বাজার গলি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আবুল কাশেম পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ফজল আহাম্মদের ছেলে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শারীরিক অসুস্থতা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
৫ থেকে ৬ মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, আবুল কাশেমের মা-বাবা নেই। বিয়েও করেননি। বাড়ি পটিয়া হলেও থাকতেন চন্দনাইশের গাছবাড়িয়ায় ভাড়া বাসায়। প্রায় ৩০ বছর ধরে তিনি চন্দনাইশে আছেন। কাজ করতেন লোহাগাড়ার পদুয়া এলাকায়।
রবিবার সকালে পাশের কোচিং সেন্টারের শিক্ষার্থীরা রুমের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয় মেম্বারের মাধ্যমে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘরের বীমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
চন্দনাইশ থানার এসআই মো. হাছান উদ্দিন জানান, লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট