সরকারের সিদ্ধান্তের সাথে মিল রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলমান পরীক্ষাগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে জাতীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমও সশরীরে বন্ধ থাকবে। তবে সেশনজট নিরসনের জন্য অনলাইনে ক্লাস চলমান থাকবে। এছাড়া চলমান পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট