চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় সিমেন্টের জাম্বু ব্যাগবোঝাই একটি ট্রাক চলন্ত ট্রেনের ইঞ্জিনের ওপর আছড়ে পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (১৯ মার্চ) দুপুরে বন্দর ইছহাক ব্রাদার্স রেল ক্রসিংয়ে (ইসহাক ডিপো) এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানা এলাকার ট্রাফিক ইনচার্জ বশিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক ট্রেনের ইঞ্জিনের ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় দুর্ঘটনার শিকার ইঞ্জিনের সঙ্গে মালবাহী কোনো বগি বা ওয়াগন ছিল না। কিন্তু ট্রাকে সিমেন্ট তৈরির কাঁচা মাল বোঝাই ছিল।
চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ট্রাক ও ইঞ্জিনের মধ্যে দুর্ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট