চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পাহাড় ধসে মো. রায়হান (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
রবিবার (১৯ জুন) রাতে পাঁচলাইশ থানার গ্রিনভ্যালি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান স্থানীয় ভাসমান চা দোকানি দীন মোহাম্মদের ছেলে। তাদের বাড়ি কুমিল্লার লাকসামে বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মাহবুব হাসান বলেন, গ্রিনভ্যালি আবাসিক মসজিদের পেছনে পাহাড়ের নিচে নিজেদের দোকানে ঘুমিয়েছিল রায়হান। ভারী বর্ষণে রাতের কোনো এক সময় দোকানের ওপর পাহাড় ধসে পড়ে। ভোরে দীন মোহাম্মদ দোকান খুলতে গিয়ে দেখেন এ ঘটনা। পরে স্থানীয়দের সহযোগিতায় মাটি সরিয়ে রায়হানের লাশ উদ্ধার করেন।
তবে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই রায়হানের লাশ নিয়ে স্বজনরা গ্রামের বাড়ি লাকসামে চলে গেছেন বলে জানান এই কর্মকর্তা।
এর আগে গত শুক্রবার রাতে নগরের আকবর শাহ থানা এলাকায় দু’টি পাহাড়ধসের ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হন। নগরের ফিরোজ শাহ কলোনির এক নম্বর ঝিল বরিশালঘোনা এলাকায় পাহাড়ধসে মারা যান শাহীনূর আক্তার (২৬) ও তার বোন মাইনুর আক্তার (২৪)। আহত হন তাদের বাবা-মা ফজল হক (৭০) ও মোশারা বেগম (৬৫)।
এছাড়া ফয়’সলেক সংলগ্ন সী ওয়ার্ল্ডের পাশে বিজয়নগর এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনায় লিটন (২৩) ও ইমন (১৪) নামে দুজন মারা যান।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট