চট্টগ্রামে অমর একুশের বইমেলার শুরু হচ্ছে আগামী রবিবার (২০ ফেব্রুয়ারী ২২ ) থেকে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে এ মেলা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
এবার চট্টগ্রাম ও ঢাকার ১২০ টি প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। পুরো মেলা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। থাকবে বঙ্গবন্ধু কর্নার, নারী লেখক কর্নার, শিশু কর্নার ও ওয়াইফাই জোন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মেলার আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু দুপুরে মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সমেলনে উপস্থিত ছিলেন সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী, গবেষক জামাল উদ্দিন, কবি অভীক ওসমান, কবি কামরুল হাসান বাদল, সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস প্রমুখ।
মেলায় প্রতিদিন থাকছে রবীন্দ্র উৎসব, লোক উৎসব, মরমী উৎসব, তারুণ্যের উৎসব, নৃ গোষ্ঠী উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, কবিতা আবৃত্তি, ছড়া উৎসব, গুনীজন সম্মাননা ও একুশে সম্মাননা পদক প্রদান আয়োজন করা হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট