নাইক্ষংছড়ির ঘুমধুম থেকে ১হাজার ৫শ প্যাকেট বিদেশী সিগেরেটসহ এক রোহিঙ্গা কে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।
শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সোহাগ রানার দিক নির্দেশনায় এসআই শহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে কচুবনিয়া এলাকা থেকে এসব বিদেশী সিগেরেটসহ মো: ইমরান নামের এক রোহিঙ্গা কে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি উখিয়া কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্পের মোস্তাফা কামালের ছেলে মো: ইমরান( ১৮)
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট