কথা দিলাম—
আজো অসীমে খুজিঁ-
প্রতিটি ঢেউয়ের ভাঁজে ভাঁজে-
আমার যক্ষের ধন এই বুঝি এলো-
নিরাশায় তবু খুজিঁ আলো
ঢেউয়ের প্রতিটি আঘাতে ভাঙ্গে-
নিরাশার মন ও হৃদয়।
কথা দিলাম-
মুক্ত করে দিলাম তোমায়-
আসবো না ফিরে প্রকৃতির কাছে-
সাক্ষী থেকো অগনিত লক্ষ কোটি ঢেউ-
দিব্যি করে বলছি আমি -তুমি থেকো সুখে
দূর থেকে দেখবো তোমাকে,
ঝরা পাতার মতো —-।
কথা দিলাম-
যদি আমি আসি তব দ্বারে-
ভুলতে না পারি যদি-
তাড়িয়ে দিও অচেনার মতো-
বুঝিয়ে দিও -অবহেলা কারে কয়।
কথা দিয়েছিলে
পুতুল খেলার মতো-বলেছিলে-
আর পারছিনা- আমি বাড়ী যাবো-
ফেলে গেলে স্বহস্হে নির্মিত বাগান-
আমায় ফেলে দিলে ছেঁড়া জুতোর মতো-
মুচি যেমনি ছুডেঁ ফেলে দেয়-
চিরতরের মতো অফুরন্ত নোনা জলে-।
কথা দিচ্ছি-
অভিশাপ দিচ্ছি বিধাতারে-
কারো ঘর ভেঙ্গে- কি সুখ পাও তুমি?
অলক্ষে হাসিয়া করো সর্বনাশ মানুষের-
ভাঙ্গা-গড়া–একি তোমার খেলা?
কাজল কানতি দাশ।
২/৫/২১————-(২৫৫)
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট