তারায় তারায় ভরা রাতের সবটুকু আকাশ –
তোমায় দিলাম-
আমি স্বপ্ন দেখাবো –
কালপুরুষ, ছায়াপথের নক্ষএ গুলো-
সভ্যতার পদপীঠ হরপ্পা,মহেনজোদারোর-
আরও দূর কোন গ্যালাক্সি পেরিয়ে
অন্য গ্রহের কোন এক সভ্যতার জন্ম বার্ওা-
রাতের জোনাকীর আল্পনার মতো কল্পনায় ভেসে যাব-
বৃদ্ব পৃথিবীর জমানো দূঃখ অন্তরে ধারন করে-
নিশি কুটুম্বের প্রান উতলা আচরনে-
আমি মুগ্ধতায় মোহবিষ্ট নই –
কোটি বর্ষের চাঁদের আলোর সাথে-
আমাদের নিত্য নতুন করে অবগাহন হয়-
স্মরণীয় কাজ কোন দিন শেষ হয়ে ও হয়নাকো শেষ–
নিষ্ঠূর সত্যের সাথে প্রতিদিন মোকাবেলা করে-
নতুন রূপে বেঁচে উঠি বার বার ।
রঙ ধনুর রংয়ে প্রিয়ার খোঁপা হয়তো সাজানো হলোনা-
বুদ্বি জ্ঞান ভালবাসা দিয়ে-
জীবনের বিশ্বাসকে আরো গভীর করে নেবো-
বিশ্বাসে প্রদীপে চলমান স্রোতে-
শরতের আকাশের মতো ।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ কাজল কান্তি দাস
সম্পাদক
ভয়েস সিটিজি
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট