ডিএনসি কক্সবাজার কর্তৃক চেক পোস্টের মাধ্যমে ২,০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি এক যুবককে আটক করেছে।
আজ (০২/১১/২০২১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,কক্সবাজার (খ সার্কেল) কর্তৃক সহকারি পরিচালক জনাব মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব মোঃ তায়রীফুল ইসলাম এর নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানাধীন লিংক রোডস্হ মেরিন সিটি হাসপাতালের সামনে থেকে কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহন বাস নং-১৪-৩১৩৯(ঢাকা মেট্রো-ব) এর ভিতর অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন আবদুল মোনাফ (১৮),পিতা- হামিদ হোসেন, মাতা- ফাতেমা খাতুন,সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প,ক্যাম্প নং-2-w,ব্লক- D-4,হাউজ নং-১৫৯৩৩০,সাইড মাঝি-জানে আলম,হেড মাঝি-নুর মোহাম্মদ,থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।
আসামির নিকট থেকে ২,০০০ (দুই হাজার) পিস উদ্ধারপূর্বক উপপরিদর্শক জনাব মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ি মামলা দায়ের করেন।
আরও পড়ুন——-
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদককারবারি আটক
সংবাদটি শেয়ার করুন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট