আবারও কক্সবাজারে গুলিতে আহত শাসকদলের নেতা কর্মী। এবার গুলিবিদ্ধ হলেন জাতীয় শ্রমিক লীগের কক্সবাজার জেলার সভাপতি জহিরুল ইসলাম ও
ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাবেক শিবির নেতা বর্তমান মেম্বার কুদরত উল্লাহ সিকদার।
৫ নভেম্বর শুক্রবার কক্সবাজার লিং রোডের একটি রেষ্টুরেন্টে মিষ্টি খাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে আহত হন তারা। আহতদের উদ্ধার করে কক্সবাজারের বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল খতিবে ভর্তি করা হয়েছে।
এদিকে জেলা শ্রমিক লীগের সভাপতিকে হামলার প্রতিবাদে কক্সবাজার লিংক রোডে সড়ক অবরোধ এবং কক্সবাজার শহরসহ জেলাব্যাপী তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছেন শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানাগেছে, আজ পুত্র সন্তান ভূমিষ্ট হওয়ার আনন্দে মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদার তার নির্বাচনী কার্যালয়ের পাশে একটি রেষ্টুরেন্টে বসে বন্ধু বান্ধব ও সমর্থকদের মিষ্টিমুখ করাচ্ছিলেন। এসময় দুটি সিএনজিবাহী মুখোশধারী ৫-৬ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা করে অফিসে বসে থাকা জেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম ও মেম্বার প্রার্থী কুদরত উল্লাহ সিকদারকে লক্ষ্য করে গুলি করে বিসিকের দিকে পালিয়ে যায়।
স্হানীয় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের পক্ষ থেকে এ হামলার জন্য ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকতকে দায়ী করে অবিলম্বে তার গ্রেফতার দাবি করছেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট