মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের চট্টগ্রামের তিন কৃতি মুক্তিযোদ্ধাকে সম্বর্ধিত করলো চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ বিশ্ববিদ্যালয়।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর মহিলা শিক্ষার বিদ্যাপিট এনায়েত বাজার মহিলা কলেজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থে্কে, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। ছাত্রীদের কুচকাওয়াজ ও র্যালীর মাধ্যমে ১ম পর্বের অনুষ্ঠান সমাপ্তি শেষে ২য় পর্বে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা বিষয়ক এক আলোচনা সভা, এনায়েত বাজার মহিলা কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যক্ষা তাহরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (শিক্ষা) প্রপেস্যার এ এইচ আরিফ ইলাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি, ভয়েস চট্টগ্রাম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, ডাঃ কাজল দাশ, মুক্তিযোদ্ধা সিরু বাঙালী, মুক্তিযোদ্ধা সার্জেন্ট তাহের ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা সহ বিশিষ্টজন।
সভায় মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ডাঃ কাজল দাশ, সিরু বাঙালী, সার্জেন্ট তাহের কে গার্ড অব অনার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট