বেশ কিছুদিন থেকেই বৈরি প্রকৃতির সঙ্গে লড়াই করে চলছেন সিলেট অঞ্চলের লাখ লাখ কৃষক। পাহাড়ি ঢলের প্রবল চাপ ও কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত মাথায় নিয়ে সারা বছরের খোরাকি ঘরে তোলার প্রাণবন্ত চেষ্টা চলছে হাওরপড়ে। এরপরও একের পর এক আসছে হাওররক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ার খবর।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সবগুলো বাঁধে পানি ছুঁই ছুঁই অবস্থায়। তাই সবাইকে বাঁধে অবস্থান নিয়ে পাহারা দিতে হবে। আগামী ২৪ ঘণ্টা হাওরের বাঁধগুলো খুবই ঝুঁকিতে রয়েছে। রবিবার দ্বিতীয় দফা ঢলে তাহিরপুর ও দিরাই উপজেলার দুটি হাওরের ফসল ডুবির ঘটনা ঘটে। সরকারি হিসাবে রবিবার পর্যন্ত ৫ হাজার ৫১০ হেক্টর জমির বোরো ফসলের ক্ষতি হয়েছে। বেসরকারি হিসাবে আরও বেশি। সূত্র মতে, ফসলহানীর পরও ৯৮ ভাগ ফসল মাঠে অক্ষত রয়েছে।
এদিকে মাঝে মধ্যে প্রখর রোদে আশা জাগালেও মেঘালয় ও চেরাপুঞ্জির বৃষ্টির পানি ধেয়ে এসে হাওরপড়ের মানুষকে কাঁদাচ্ছে। একদিকে বৈশাখী ফসল বোরো কাটা শুরু হয়েছে। কিন্তু একটার পর একটা বাঁধ ভেঙ্গে ফসলহানীর ঘটনায় হাহাকার চলছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট