উখিয়ায় ৪৮শত পিস ইয়াবাসহ আটক ২
এম. এ. রহমান সীমান্ত ঃ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সাড়ে ৪৮শত পিস ইয়াবা নিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র পানবাজার পুলিশ ক্যাম্পের একটি দল।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃকামরান হোসেন বলেন,১২ মার্চ বিকেল সাড়ে ৪ টায় পানবাজার পুলিশ ক্যাম্পের একটি অভিযানিক দল ১০ নং ক্যাম্পের জি-৮ ব্লকের আনিসুর রহমানের বস্তিঘরে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পাচার কাজে জড়িত আনিছুর রহমান (২০), জাফর আলম-শামছুন নাহার দম্পতির ছেলে।তার এফসিএন নং-১১৫২১১ ও ইসমত আরা(১৮),সে নুর হোসেন-মৃত আছিয়া খাতুন দম্পতির কন্যা।তার এফসিএন নং-১১৫২১২।তাদের হেফাজত থেকে ৪ হাজার ৮৪০ পিস ইয়াবা ও নগদ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন কর্মকর্তা মোঃকামরুল হোসেন।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট