কক্সবাজারের উখিয়ায় এক গাছ ব্যবসায়ীকে বাকি না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকান কর্মচারী ও মালিকের উপর বেধড়ক হামলা-ভাঙচুর চালিয়ে মালামাল লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় তিনজন গুরুতর আহত হন। বুধবার (১৬ মার্চ) রাতে উখিয়া সদরের “মেসার্স হেলাল স্টোরে” এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, গত বুধবার রাতে গাছ ব্যবসায়ী হাজির পাড়ার দিলু উখিয়ার মধ্যম স্টেশনে মেসার্স হেলাল স্টোরে বিভিন্ন সামগ্রী কিনতে যান। এ সময় তিনি পছন্দ করা কসমেটিকস বাকিতে নিতে চাইলে দোকান কর্মচারী তা দিতে অপারগতা প্রকাশ করেন।এ নিয়ে দোকান কর্মচারীর সঙ্গে সন্ত্রাসী দিলুর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসী দিলু দোকান হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার পণ্যসামগ্রী ক্ষতিসাধন করেন৷দিলু দোকানে ভাঙচুর চালিয়ে পরে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান।
মেসার্স হেলাল স্টোরের স্বত্বাধিকারী রিয়াজ রহমান কায়ছার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, হামলার সময় বাধা দিতে গেলে গাছ ব্যবসায়ী সন্ত্রাসী দিলু আমার দোকানের কর্মচারীকে বেধড়ক পিটিয়ে আহত করে। ভাঙচুর ও হামলার ঘটনায় দোকান মালিক রিয়াজ রহমান কায়ছার বাদী হয়ে উখিয়া থানায় মামলা করবেন বলে জানান৷
উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের ছৈয়দ আলমের ছেলে গাছ ব্যবসায়ী সন্ত্রাসী দিলুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
উখিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব একরামুল হক বলেন, মেসার্স হেলাল স্টোরে দোকান কর্মচারীর উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ পেয়েছি। এটা খুবই দুঃখজনক। যে বা যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য সব ধরণের সহযোগিতা করা হবে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সন্জুর মোরশেদ বলেন,এখনো অভিযোগ পায়নি।পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট