উখিয়া প্রতিনিধি :
উখিয়ার কোর্টবাজারে ক্ষুদে মাদককারবারি ৩ শিশু কিশোরের হাতে মিললো ১০ লক্ষ টাকার ইয়াবা, কক্সবাজার জেলা উখিয়া উপজেলার ব্যাস্ততমও বৃহত্তর বানিজ্যিক কেন্দ্র কোটবাজার শহর থেকে, ক্ষুদে মাদককারবারি একই সমবয়সী ৩ শিশু কিশোরকে ৯,৪৫০ পিস,( যার আনুমানিক মুল্য ১০ লক্ষ টাকা) অবৈধ মরন নেশা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে, র্যাপিড একশ্যান ব্যাটেলিয়ান র্যাব-১৫,কক্সবাজার।
মঙ্গলবার (১৬ নভেম্বর) আনুমানিক ০৩.৪০ টায় র্যাব-১৫, এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। খায়রুল বশর ( ১৯ ) , ২। মোঃ জুনাইফ ( ১৯ ) ৩। মোহাম্মদ তারেক ( ১৯ ) দের ধৃত করে ।
পরবর্তীতে ধৃত আসামীদের তল্লাশী করে ৯,৪৫০ ( নয় হাজার চারশত পঞ্চাশ ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে , দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসার সাথে জড়িত ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্হানীয়দের ভাষ্যমতে, গ্রেফতারকৃত এই তিন কিশোরের বয়স সর্বোচ্চ ১৬-১৭ বছর, কিন্তু তারা আরো কয়েকবছর আগে থেকেই মাদক ব্যাবসায় জড়িয়েছে, তাদের পিছনে কক্সবাজার, চট্টগ্রামসহ, ঢাকার শক্তিশালী বড় মাদক সিন্ডিকেট জড়িত বলে জানান তারা।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট