আমিই, তোমার অর্ধঙ্গীনি—_
আমি রাগ করব।
আমিই ঠান্ডা হলে,, তোমার খিদে লেগেছে কিনা পাশে গিয়ে জিজ্ঞেস করব।
আমি বলব এই রঙে তোমাকে মানাচ্ছে না।
আমিই তোমার দিকে অপলকে তাকিয়ে বলবো ” বাঃ কি সুন্দর লাগছে ”
আমি সারা রাত ঝগড়া করব।
ভোর হলে কাঁথার বদলে তোমাকে জড়িয়ে শুয়ে পড়ব।
আমি অভিমান নিয়ে বলব “থাকব না আমি তোমার সাথে”!
আমি ঠাকুরের সামনে বসে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই পাশে চাইব!
আমি রাগ হলে তোমার দিকে ফিরে তাকাবো না।
আবার তোমার ঘুমের পর ঘরের হালকা আলো জ্বালিয়ে তোমার দিকে অপলক তাকিয়ে থাকাবো।
আমি ঝগড়া হলে কান্না করে বলব ” তোমার সাথে ভালো নেই আমি”!
আমিই কোন এক বিকেলে তোমার কাঁধে মাথা রেখে খুশির অশ্রু ঝড়িয়ে নিজেকে সবচেয়ে সুখী ভাবব।
হুম আমি তো তোমার বুকের বাঁকা পাজরের হাড় দিয়ে তৈরী। একটু তো বাঁকা হবোই….!
আমিই ভালোবাসবো।
আমিই অভিমান করব।
আমিই কাছে টেনে নিবো।
আমিই আজীবন পাশে থাকব।
কখনো প্রেয়সী হয়ে আবার কখনো বন্ধু হয়ে।
আমিই তোমার জীবন সঙ্গিনী।
আমিই বারবার প্রমাণ করে দিবো আমার রাগের চেয়ে ভালোবাসাটাই অধিক।
কারন #আমিই_স্ত্রী!
থেকে অভিমান করাটা ভালোবাসা , কিন্তু ছেড়ে যাওয়াটা নয় …
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট