যেদিন আমি নাইবা থাকি পাশে-
ওগো বকুল তুমি ফুটো।
মৌমাছি গো গুন গুনিয়ে-
সুর ধরিয়ে উঠো?
সেদিন ওগো গোলাপ তুমি ফুটো-
রামধনু গো সপ্ত রংয়ে উঠো-
নীলাঞ্জনা আকাশ পারে-
রং এর মেলা ঝরিয়ে ফুটো।
ওগো ঝুমকো লতা –
চরণ আমার জড়িয়ে ধরোনা?
তোমায় ছেড়ে যেতে আমায়-
বারণ ক’রোনা।
বাতাস তুমি বয়ে গিয়ে-
সবার কাছে খবর দিয়ো-
আমায় বিদায় দিনে-সবার
মন ভরিয়ে দিও?
মৌমাছি গো গুন গুনিয়ে-সুর ধরিয়ে দিও।
যখন থাকবো না আর-
চেয়ে দেখো আমার চোখের জল
পদ্মপাতায় শিশির হয়ে করছে টলমল।
তোমরা ছিলে সুখে দুখে- সবাই সাথী মোর-
কথা দিলাম খুলবো নাগো-এই যে রাখীডোর।
কোকিল তুমি সে গান গেয়ে
মন ভরিয়ে দিও-
মৌমাছি গো গুন গুনিয়ে-
মনটা ছুয়ে যেও।
আমায় বিদায় দিতে কারো-
অশ্রু ঝরো না-
আমার তরে কারো মনে-
গ্লানি রেখো না?
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট