সাগরে আসছে ইয়াবা পানিতে ভাসছে মাদক, দেশের সবজায়গায় হাত বাড়ালেই মিলছে মাদক, আটকের খবরও কম নয়। ফের চট্টগ্রাম শহরতলীর পাশ্ববর্তী উপজেলা আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার, (৩০ অক্টোবর) মিয়ানমার থেকে স্প্রীড বোডে করে নিয়ে আসা ১ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ দুইজনকে আনোয়ারা থেকে আটক করেছে র্যাব-৭। শনিবার (৩০ অক্টোবর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার গণমাধ্যমকে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- আনোয়ারা থানার উত্তর পাড়ুয়াপাড়া মৃত হাবিবুর রহমানের ছেলে মো. জাফর (৬৫) ও একই এলাকার মৃত সালেহ আহম্মদের ছেলে মো. আব্দুল করিম (৩৩)। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ইয়াবার একটি বড় চালান নিয়ে মিয়ানমার থেকে সাগর পথে একটি স্পীড বোট আনোয়ারা দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা করা হয়।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট