মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবনের জন্য বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তও হয়েছে।
শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশের প্রাচীনতম বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকে জড়ে পরা গাসিক মেয়র জাহাঙ্গীর আলমের রাজনৈতিক জীবন এক প্রকার অনিশ্চিত অন্ধকারের দিকে যাত্রা করলো।
জাহাঙ্গীর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ঘরোয়া আলোচনার সেই ভিডিও ফেসবুকে ফাঁসের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে দুই মাস ধরে সেখানে বিক্ষোভ করছে ক্ষমতাসীন দলের একটি অংশ।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট