চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বসুন্ধরা এলাকার খাল পাড় এলাকা হতে অবৈধ দেশীয় তৈরি এলজি, কার্তুজ সহ বিভিন্ন মামলার পলাতক আসামি, হালিশহর এলাকার চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী রুবেল গ্রেফতার।
রবিবার ( ১২ ডিসেম্বর) রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ ৪ নং রোডে খালপাড়স্থ মসজিদের পূর্ব পাশে মান্নান টাওয়ার এর আব্দুল রহিমের পরিত্যাক্ত ঘর হতে ০১ টি দেশীয় তৈরি এলজি, ০২ রাউন্ড কার্তুজ সহ আব্দুল মাবুদ @ রুবেল(২৬) পিতা- মোঃ আবু সৈয়দ সাং- বউবাজার, থানা- হালিশহর জেলা- চট্টগ্রাম কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে দুর্ধর্ষ সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করায় স্হানীয় সাধারণ জনগণ প্রশাসনকে ধন্যবাদসহ অভিনন্দন জানালেও, অনেকে সরাসরি কেউ আবার ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। তাদের দাবি এতবড় একটা সন্ত্রাসী অস্ত্র গোলাবারুদ সহ গ্রেফতার হওয়ার পরও অদৃশ্য কারনে হালিশহর থানা পুলিশের ফেসবুক পেইজে সন্ত্রাসী রুবেলের ছবিতে তার মুখমন্ডলে ইমোজি দিয়ে ডেকে দেওয়া হয়েছে, তাদের দাবি কোন প্রভাবশালীর ইশারায় এমন ঘৃণিত কান্ড ঘটিয়েছে হালিশহর থানা পুলিশ তা আমরা জানতে চাই। এবিষয়ে ভয়েস সিটিজি প্রতিবেদক আইনি বাধ্য বাদকতা আছে বলে জানালে, এক বৃদ্ধ বলেন চুরির মামলায় গ্রেফতার হলে ছবি দেওয়া যায়, এতবড় সন্ত্রাসীর বেলায় আইনি বাধ্য বাদকতা, এমনটা হলে, সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাবে। আইনের শাসনের শাস্তির চেয়ে সামাজিক শাস্তি নিশ্চিত হলে সন্ত্রাসের পথ ছেড়ে আসার সম্ভাবনা অনেকটা বেশি জানান তিনি।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট