জানি পুনর্জন্ম বলতে কিছু নেই।
তবু পুনরুত্থানে তোমার জন্য ছাতা হবো ‘
তুমি মাথায় করে রেখো ”
তোমার পিপাসিত মনকে শান্তি দিতে ‘
এক ঘটি জল হবো ‘
তুমি তৃষ্ণা মিটিয়ে নিও।
ঘটিকে তোমার ঠোটের স্পর্শ দিও ‘
আমি ভালবাসার পরশ ভেবে ‘
নিজেকে ধন্য মনে করব ‘
তোমার পথের বালি হবো ‘
তোমার পায়ের স্পর্শ আমায় দিয়ো ‘
তোমার স্পর্শে হবো বড্ড শান্ত ‘
তুমি এতটুকু সুযোগ দিও।।
শুধু তোমায় স্পর্শ করার স্বাদ জাগে।
তোমার স্পর্শ পেতে চাই ‘
হাজার বছর তোমাকে দেখতে চাই।
তোমার স্পর্শে বেচে থাকার ইচ্ছা জাগে।
ইচ্ছে জাগে তোমায় কাছে পেতে।।
তোমার স্পর্শে “তোমার প্রেমের ছোয়াতে ”
হাজার বছর বাচতে ইচ্ছে করে ‘
তোমার ঘ্রাণে ”
তোমার শ্বাসের গতিতে ”
তোমার চোখের চশমা হয়ে ”
তোমার সুখের হাসি হয়ে ‘
তোমার ভালবাসার স্পর্শ হয়ে ”
হাজার বছর কাটিয়ে দেব ”
তোমার ঠোটের লাভা হয়ে ‘
তোমার গলার মালা হয়ে।
স্পর্শ করব তোমায় ভালবাসা দিয়ে।
জীবন কি এক অদ্ভুদ নেশা-
যে নেশায় এমনি কবিতার জন্ম হয়
আবার সে নেশার ঘোর যখন কেটে যায়-
সে তখন অন্য তরী বায়-
তবু পুনরুওানের অপেক্ষায়।
(এ কবিতা যে আমায় লিখে -তার হৃদয়ের প্রনয় জানিয়েছিল– সে এখন অন্য তরী বায়- পরিচয় ও নাই)
ডা কাজল দাশ
৯-৩-২২
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট